অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়ে গেলে কীভাবে খুঁজতে হবে

অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়ে গেলে কীভাবে খুঁজতে হবে 

By: ABP Ananda, web desk

PMTags : android smartphone find stolen

     

বর্তমানে অধিকাংশ মানুষেরই সঙ্গে থাকে স্মার্টফোন। এই স্মার্টফোন কোনওভাবে হারিয়ে বা চুরি হয়ে গেলে খুবই সমস্যায় পড়তে হয়। ফোনে বিভিন্ন গুরুত্ব বিষয় সেভ করা থাকে এবং ব্যক্তিগত ছবি বা ভিডিও থাকে। সেইসঙ্গে ভয় থাকে ডেটার অপব্যবহারেরও। এখন কয়েকটি পদ্ধতি অনুসরন করলে সহজেই খোয়া যাওয়া স্মার্টফোন ট্রাক করা যায়।


বর্তমানে অধিকাংশই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে প্রথম থেকেই ট্র্যাকার থাকে।


এক্ষেত্রে গ্রাহকদের নিজের ফোনের সেটিং-এ দিয়ে ADM অন করতে হবে। এরপর ফোনটিকে নিজের গুগল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে।

গ্রাহক ডেস্কটপের সাহায্যে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার-এ লগ ইন করতে পারেন এবং এরপর নিজের গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিঙ্ক্রোনাইজড করতে হবে।

এরপর গ্রাহককে ডেস্কটপে নিজের মোবাইল সিলেক্ট করতে হবে। এভাবেই এই স্টেপ সম্পূর্ণ হয়। ট্র্যাকার স্বয়ংক্রিয়ভাবে মোবাইলের লোকেশন দেখাতে থাকবে।

ট্র্যাকারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, গ্রাহক তাঁর মোবাইল লকও করে দিতে পারেন এবং মোবাইলে থাকা সমস্ত ডেটা ডিলিট করে দিতে পারেন।


এছাড়াও গ্রাহককে খেয়াল রাখতে হবে যাতে তাঁর কাছে মোবাইলের IMEI নম্বর থাকে। এই নম্বরের সাহায্যে খোয়া যাওয়া মোবাইল খুঁজে পাওয়া আরও বেশি সহজ। খোয়া যাওয়া মোবাইলে যদি কেউ অন্য সিম দেয়, তাহলে গ্রাহকের অল্টারনেটিভ নম্বরে ওই সিমের নম্বর মেসেজের মাধ্যমে চলে আসবে

তথ্যসূত্র---abp ananda

অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়ে গেলে কীভাবে খুঁজতে হবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন হারিয়ে গেলে কীভাবে খুঁজতে হবে Reviewed by khokan on 11:01 Rating: 5

No comments:

Powered by Blogger.