২৫ শে ডিসেম্বর থেকেই আধারে ভর করে ক্যাশলেস কেনাকাটা

কাল থেকেই আধারে ভর করে ক্যাশলেস কেনাকাটা


 Share on Facebook

 Share on Twitter

 

ওয়েব ডেস্ক: ডেবিট বা ক্রেডিট কার্ড আর লাগবে না, ক্যাশলেস কেনাকাটার জন্য প্রয়োজন হবে না এমনকি মোবাইল ওয়ালেটও, কেবলমাত্র ''আধার পেমেন্ট অ্যাপ"-এর মাধ্যমেই হবে এবার কেনাকাটা। আর সেই অ্যাপ লঞ্চ হতে চলেছে আগামীকাল অর্থাত্ বড়দিনে

মনে করা হচ্ছে এই অ্যাপটি বাজারে চালু হলে মাস্টারকার্ড বা ভিসাকার্ডের মতো সংস্থাগুলির ব্যবসা চোট খেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই ডাইনলোড করা যাবে এই অ্যাপলিকেশনটি। এই ব্যবস্থায় মোবাইল অ্যাপটির সঙ্গে 'বায়োমেট্রিক রিডার' মেশিন (যার দাম আনুমানিক দুই হাজার টাকা) সংযুক্ত থাকবে। ওই অ্যাপে ক্রেতার আধার নম্বর টাইপ করতে হবে, আর তারপর কোন ব্যাঙ্ক থেকে ক্রেতা দাম মেটাবেন সেটি উল্লেখ করতে হবে। এরপরে 'বায়োমেট্রিক স্ক্যান' গোটা লেনদেনের (ট্রানজাক্সান) পাসওয়ার্ড হিসাবে কাজ করবে। আর তার মাধ্যমেই সম্পন্ন হবে বিনা নগদে লেনদেন।


তথ্যসূত্র<<<>>> www.zeenews.India.com

২৫ শে ডিসেম্বর থেকেই আধারে ভর করে ক্যাশলেস কেনাকাটা ২৫ শে ডিসেম্বর  থেকেই আধারে ভর করে ক্যাশলেস কেনাকাটা Reviewed by khokan on 09:17 Rating: 5

No comments:

Powered by Blogger.