জাতীয় সংগীত অবমাননার অভিযোগ বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে
জাতীয় সংগীত চলাকালীন লাইনে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন বৈশালী ডালমিয়া
হাওড়া, ১৮ ডিসেম্বর : হাওড়া সিটি পুলিশের একটি ফুটবল ম্যাচের ফাইনালে এসে জাতীয় সংগীতকে অবমাননা করার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে। যদিও তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, দেশের একজন দায়িত্বশীল মহিলা হয়ে তিনি জানেন জাতীয় সংগীতের সময় ফোনে কথা বলতে নেই। তিনি ফোনে কথা বলার সময় হঠাৎই জাতীয় সংগীত বাজানো শুরু হয়। তৎক্ষণাৎ তিনি ফোন ছেড়ে দেন বলে জানান।
আজ সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ হাওড়ার বেলুড় থানার সামনে একটি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা শুরু হয়। বেলুড় থানার তত্ত্বাবধানে হাওড়া সিটি পুলিশ এই খেলায় অংশ নিয়েছিল। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড় এবং উপস্থিত সকলের জাতীয় সংগীত গাইছিলেন। কিন্তু, সকলে যখন লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন, তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া তখন মোবাইলে কথা বলতে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ।
তবে, এ বিষয়ে বৈশালী ডালমিয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমার সম্পর্কে এটা ভুল অভিযোগ। আমি দেশের একজন দায়িত্বশীল, শিক্ষিত মহিলা হয়ে এই কাজ কি করতে পারি ? আমি কোনও জঙ্গি বা বাচ্চা নই। জাতীয় সংগীত কী আমি জানি। এক মিনিটের জাতীয় সঙ্গীত বাজানোর সময় আমি কি এটা করতে পারি ? আসলে তখন ওই টুর্নামেন্ট শুরুর আগে একটা ছবি তোলার কথা বলা হয়। আমি লাইনে দাঁড়াই। সেই সময় মাইকে অন্য গান বাজছিল এবং আমার অন্য প্রোগ্রামে যাওয়ার জন্য একটা ফোন এসেছিল। সেই সময় হঠাৎ আগের গান পালটে দিয়ে জাতীয় সঙ্গীত বাজতে শুরু করে। তাই আমি ফোনটা তখন কেটে দিই
তথ্যসূত্র ---- benguli.eenaduindia.com
Reviewed by khokan
on
10:02
Rating:
No comments: