দেশের আর্থিক নিরাপত্তার কারণে মঙ্গলবার রাত থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ ও হাজার টাকার নোট। জাতির উদ্দেশে জরুরি ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


দেশের আর্থিক নিরাপত্তার কারণে মঙ্গলবার রাত থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ ও হাজার টাকার নোট। জাতির উদ্দেশে জরুরি ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে পাকিস্তানকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সীমান্তপারে জাল নোট ছড়ানো হচ্ছে বলে জানান মোদী। বলেন, সীমান্তপারে শত্রুরা জাল নোট ছড়াচ্ছে। দেশের অর্থনীতিকে আঘাত করার জন্য এই জাল নোট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সন্ত্রাসবাদীরা এত টাকা কোথা থেকে পাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশে কালো টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও এ দিন জাতির উদ্দেশে জানান প্রধানমন্ত্রী।

এর পরেই তিনি দেশে চালু যাবতীয় ৫০০ ও এক হাজার টাকা নোট বাতিলের ঘোষণা করেন। ওই নোট দিয়ে কোনও কেনাকাটা করা যাবে না। ৯ ও ১০ নভেম্বর এটিএম কাজ করবে না। রেল, বাস, বিমান ভাড়ায় ছাড় মিলবে। হাসপাতালেও ওই নোট ব্যবহার করা যাবে। ছাড় মিলবে ১১ নভেম্বর পর্যন্ত। যাঁদের কাছে এই নোট রয়েছে তাঁদের আগামী ১০ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক বা পোস্ট অফিসে ৫০০ ও হাজার টাকার নোট জমা দিয়ে দিতে হবে।

Copy from ebelaepaper

দেশের আর্থিক নিরাপত্তার কারণে মঙ্গলবার রাত থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ ও হাজার টাকার নোট। জাতির উদ্দেশে জরুরি ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের আর্থিক নিরাপত্তার কারণে মঙ্গলবার রাত থেকে বাতিল হয়ে যাচ্ছে ৫০০ ও হাজার টাকার নোট। জাতির উদ্দেশে জরুরি ভাষণে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Reviewed by khokan on 10:23 Rating: 5

No comments:

Powered by Blogger.