অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট

অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট। মধ্য প্রদেশের ভোপালের  স্টেট ব্যাঙ্ক মেন ব্রাঞ্চ থেকে প্রথম গ্রাহকদের হাতে নোট তুলে দেওয়া হল। দিল্লি, মুম্বইতেও নতুন নোট পৌছে গেছে। এ রাজ্যেও খুব দ্রুত নতুন পাঁচশ টাকার নোট চলে আসবে। সাত দিনের মধ্যে গোটা জেশে এই নতুন নোট পৌছে দেওয়া যাবে বলে জানিয়েছেন, SBI-র চেয়ার পার্সন অরুন্ধতী ভট্টাচার্য।
অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট Reviewed by khokan on 08:20 Rating: 5

No comments:

Powered by Blogger.