অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট। মধ্য প্রদেশের ভোপালের স্টেট ব্যাঙ্ক মেন ব্রাঞ্চ থেকে প্রথম গ্রাহকদের হাতে নোট তুলে দেওয়া হল। দিল্লি, মুম্বইতেও নতুন নোট পৌছে গেছে। এ রাজ্যেও খুব দ্রুত নতুন পাঁচশ টাকার নোট চলে আসবে। সাত দিনের মধ্যে গোটা জেশে এই নতুন নোট পৌছে দেওয়া যাবে বলে জানিয়েছেন, SBI-র চেয়ার পার্সন অরুন্ধতী ভট্টাচার্য।
অপেক্ষার শেষ বাজারে চলে এল পাঁচশ টাকার নতুন নোট
Reviewed by khokan
on
08:20
Rating:
Reviewed by khokan
on
08:20
Rating:

No comments: