ডেস্ক ঃ মালদার কালিয়াচকের আকাশে উড়বে জোড়া ড্রোণ । এই জোড়া দ্রোণ এর খবর পাওয়া মাত্রই জেলা জুড়ে চলছে উত্তেজনা। তবে এটাই নিশ্চিত যে, কোন সন্ত্রাসবাদী কারজাকলাপ নয় , আফিম চাষ রুখতে আকাশ পথে নজর দারি চালাবে জেলা প্রশাসন ।বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদার কালিয়াচক বল্ক পূর্বভারতের একমাত্র এলাকা যা বে-আইনি আফিম চাষ প্রবণ এলাকা হিসবে চিহ্নিত। কালিয়াচকের মাটি ধান বা অন্য যে কোন চাষের জন্য উপযুক্ত হওয়া সত্বেও এখান কার ৭০ শতাংশ জমি এখন আফিম গাছে ভর্তি । পুলিশ ,আফগারি দুপ্তরের কর্মীরা চেষ্টা করেও বন্ধ করতে পারেনি আফিম চাষ। মালদা জেলা শাসক শরদ কুমার দ্বিবেদি জানান, মালদার মাটিতে পোস্ট চাষ বন্ধ করতে সরকার যে কোন পথে হাটতে প্রস্তুত । যেমন করেই হোক আফিম বা পোস্ট চাষ মালদা থেকে নির্মূল করা হবে। পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান , প্রকাশ্যে চাষ প্রায় বন্ধ। তবে অনেক জমিতেই এখন পস্তোর চাষ হচ্ছে, যা পুলিশের নজর দেওয়া সম্ভব নয়। সেই কারনেই আকাশ পথে ওড়ানো হবে জোড়া ড্রোণ । এই ড্রোণ এর GPRS ক্যামেরায় তোলা ছবি সরাসরি ধরা পরবে জেলা পুলিশের কনট্রোল রুমে। এখন পর্যন্ত ১হাজারেরও বেশী জমি মালিকের নামে কালিয়াচক থানায় অভিযোগ জমা পড়েছে । গ্রেপ্তার হয়েছে প্রচুর জমি মালিক । মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়ে তদারকি করছেন । ইতি মধ্যে এয়ারপোর্ট দপ্তর ও প্রশাশনিক পর্যায়ে দুটি ড্রোণ ওড়ানোর ছারপত্র পাওয়া গেছে। যা উড়ে বেড়াবে কালিয়াচক ও বৈষ্ণব নগরের আকাশে। - See more at: http://www.newsbazar24.com
Reviewed by khokan
on
13:03
Rating:
No comments: