ধুলিয়ানের সাংস্কৃতিক জগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন শ্রদ্ধেয় নির্মলেন্দু সিংহ মহাশয়, যিনি রাজু সিংহ নামে বিশেষভাবে পরিচিত। তিনি ছিলেন 'গম্ভীরা', 'পানসই' এবং অন্যান্য লোকসঙ্গীতের জগতের এক উজ্বল ব্যক্তিত্ব। সম্ভবত ধুলিয়ান থেকে তিনি সর্বপ্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। 1970 সালে অজিত বন্দ্যোপাধ্যায় পরিচালিত "এই করেছো ভালো" ছায়াছবিতে অভিনয় করেন। অনুপ কুমার, জহর রায়, রবি ঘোষ প্রমুখ খ্যাতনামা শিল্পীদের সাথে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তাঁর এই শিল্পীসত্বা ধুলিয়ানের সাংস্কৃতিক আকাশে আজও দীপ্তমান।
সুমিত ঘোষ
ধুলিয়ানের প্রথম চলচ্চিত্র শিল্পী নির্মলেন্দু সিংহ ওরফে রাজু সিংহ স্মরণে"
সুমিত ঘোষ
Reviewed by khokan
on
00:26
Rating:
Reviewed by khokan
on
00:26
Rating:
No comments: