দুজ‌নে বা‌ড়ি ছে‌ড়ে‌ছিলাম ১৮ বছর বয়‌সে

দুজনেই ১৮ বছর বয়সে বাড়ি ছেড়েছিলাম..........
''তুমি ইউনিভার্সিটিতে Admission নিলে,
আমি ডিফেন্সে যোগ দিলাম''
''তুমি পেলে জীবনকে উপভোগের সুযোগ,
আর আমি জীবনের সবচেয়ে কষ্টকর সময়''
''তুমি Degree অর্জনের সর্বাত্বক চেষ্ঠা
করেছিলে,
আমি নিয়েছিলাম কঠোর প্রশিক্ষণ''
''তোমার দিন শুরু সকাল ৭ টায় শেষ বিকাল ৫টায়,
আমার ভোর ৪টায় শেষ রাত ১০ টায়... সাথে
কিছু নির্ঘুম রাতও আছে''
''তোমার ছিলো সমাবর্তন Ceremony,
আমার Passing Out Parade''
''Best কোম্পানির Best জবটাই তুমি
পেয়েছিলে,
আমি অনেক Responsibility নিয়ে আমার Section
এ যোগ দিয়েছিলাম''
''তোমার Responsibility ছিলো নিজেকে ও
পরিবারকে Serve করার,
আর আমার দেশ রক্ষা করার''
''তুমি পেয়েছিলে Best Job,
আর আমি A Great Way of Life''
''প্রতি সন্ধায়ই তুমি পরিবারের দেখা পেতে,
আমি শুধু তারাতাড়ি পিতামাতার দেখা
পাওয়ার প্রার্থনা করতাম'' বাড়ীতে যেতে দেরি হলে স্ত্রী, সন্তান পথের দিকে তাকিয়ে থাকতো,আসার সময় বলতো বাবা আবার তুমি কবে আসবে____।
''তুমি Festival Celebrate করতে আলোকসজ্জা ও গানবাজনা দিয়ে,
আর আমি Uniform ও Responsibility নিয়ে''
দুজনেই বিয়ে করেছিলাম......
''তোমার মা তোমায় প্রতিদিন দেখতে পেতো,
আমার মা সবসময় আমার বেঁচে থাকার
প্রার্থনা করত''
''তোমাকে পাঠানো হতো Business Trip এ,
আর আমাকে Line of Control এ''
আমরা উভয়ই Retired করলাম......
''উভয়েরই মা ও স্ত্রী কান্না থামাতে
পারছিলো না''
''তুমি তাদের অশ্রু মুছে ও শান্তনা দিচ্ছিলে,
কিন্তু আমি,,,,আমি পারি নি'''
''তুমি তাদের জড়িয়ে ধরেছিলে,
কিন্তু আমি,,,,,,,,, আমি পারি নি''
কারণ.......
''আমি লাল সবুজ পতাকা মোড়ানো কফিনে
আমার অর্জিত মেডেলগুলো নিয়ে শুয়ে
ছিলাম'''
''আমার Way of Life সমাপ্ত,
But তোমার Continue''
মনে পড়ে কি.........

"দুজ‌নে বা‌ড়ি ছে‌ড়ে‌ছিলাম ১৮ বছর বয়‌সে !!!"

সংগৃহীত

দুজ‌নে বা‌ড়ি ছে‌ড়ে‌ছিলাম ১৮ বছর বয়‌সে দুজ‌নে বা‌ড়ি ছে‌ড়ে‌ছিলাম ১৮ বছর বয়‌সে Reviewed by khokan on 10:30 Rating: 5

No comments:

Powered by Blogger.