মুর্শিদাবাদ ১জুলাই :- জঙ্গিপুর হইতে ফারাক্কা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার কারণে যানবহন চলাচলের দুর্দশা অবস্থা হয়ে পড়ছে দিনের পর দিন ।
কোন গাড়িই নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারার জন্য অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কলেজ পড়ুয়া থেকে সাধারণ যাত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে মানুষ দের l
এই জাম্পে জন্য সব চাইতে করুন অবস্থা দেখা যায় যখন কোন গর্ভবতী রুগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় l অনেক সময় এ জাম্প এর কারনে রাস্তাতেও মায়েদের বাচ্চা প্রসব হয়ে যায় l
এবং তার সাথে কাঁচামাল যেমন সব্জী, মাছ , ফল নিয়ে যেসব গাড়ি উত্তরবঙ্গে যাচ্ছে তা রাস্তা খারাপের জন্য সঠিক সময়ে যেতে না পারায় রাস্তায় এসব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে l
জ্যম্পে রাস্তায় আটকে অনেক সময় এ্যাম্বুলেন্স করে রোগী কলকাতা যাওয়ার পথেও প্রচুর পরিমাণে অসুবিধায় পড়ছে l এর সঙ্গে আরেকটি কারণ হচ্ছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ ঢিলেমিতে চলা l
কলকাতা দিল্লি সহ বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেশন হল ফারাক্কা l এই ফারাক্কা স্টেশনে দূরগামী ট্রেন ধরার জন্য যারাই ১০-১২ কিলোমিটার দূর থেকে আসেন তাদের ১০ মিনিটের রাস্তায় দুই ঘন্টা তিন ঘন্টা আগে বাড়ি থেকে বের হতে হয় l তার পরেও অনেকের ট্রেন ছুটে যায় l তবুও হেলদোল নেই কর্তিপক্ষের l
Source :- news msd
Reviewed by Dhuliyan City
on
10:50
Rating:
No comments: