মেনে নেয়নি পরিবার, থানাতে বিয়ে যুগলের

বিজয় মণ্ডল ও শ্রেয়া চিনা। দু’জনই আরামবাগ মায়াপুর ১ নম্বর অঞ্চলের হাটবসন্তপুর গ্রামের বাসিন্দা। শ্রেয়া B.A ফার্স্ট ইয়ারের ছাত্রী। অন্যদিকে বিজয় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। ৩ বছর প্রেমের পর মে মাসে তারা রেজিস্ট্রি করে। এরপর সেই খবর দু’জনের বাড়িতে জানায়। বিজয়ের পরিবার মেনে নিলেও গোল বাধে শ্রেয়ার পরিবারের ক্ষেত্রে।


বিজয়ের অভিযোগ, রেজিস্ট্রির খবর শুনে শ্রেয়াকে বাড়িতে আটকে রাখত। শিকল দিয়ে বেঁধে রাখত। বিজয় শ্রেয়ার বাড়িতে গেলে তাকেও মারধর করে বের করে দেয় বলে অভিযোগ। এরপর আরামবাগ থানার দ্বারস্থ হয় বিজয়। বেশকয়েকবার জানানোর পরও কোনও লাভ হয় না।


অগত্যা নিজের প্রেমকে পরিণতি দিতে ন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন অফ ইন্ডিয়ায় যোগাযোগ করে বিজয়। খুলে বলে গোটা বিষয়টি। এরপর আজ দুপুরে সংস্থার সভানেত্রী সঙ্গীতা চক্রবর্তী আরামবাগ থানায় এসে যোগাযোগ করেন। পুলিশকে জানান বিষয়টি। এরপর আরামবাগ মহকুমার পুলিশ সুপার কৃশানু রায়ের নির্দেশে পুলিশ শ্রেয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করে আনে আরামবাগ থানায়। বিজয়কে বিয়ে করে তার সঙ্গেই থাকতে চায় বলে থানায় মুচলেকা দেয় শ্রেয়া। এরপর থানা চত্বরে সকলের সামনে শ্রেয়াকে বিয়ে করে বিজয়। থানার সামনে দাঁড়িয়ে মালাবদল থেকে সিদুঁর দান সবই হয়। শেষে হয় মিষ্টিমুখ। বিজয়ের মা মিষ্টি খাইয়ে বরণ করে নেন বউমাকে। 

সৌজন্যে :- eenaduindia

মেনে নেয়নি পরিবার, থানাতে বিয়ে যুগলের মেনে নেয়নি পরিবার, থানাতে বিয়ে যুগলের Reviewed by khokan on 11:21 Rating: 5

No comments:

Powered by Blogger.