ধুলিয়ান ১০ এপ্রিল :- সামশেরগঞ্জ ব্লকের মহেশটোলা শ্মশানে এক কালী মন্দির থেকে চুরি হয়ে গেল বিগ্রহের সোনা ও রুপোর গয়না । মন্দির কর্তৃপক্ষের দাবি এই মন্দির টি ৭০ বছরের পুরনো । ওই মন্দিরের বিগ্রহের গায়ে ছিল ১.৫ ভরি সোনা ও দেড় থেকে দুই কেজি রুপোর গয়না । সোমবার সকালে পুরোহিত মন্দিরে পুজো করতে এসে দেখেন তালা খোলা । বিগ্রহের গায়ের সব গয়না উধাও । সামশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে , মন্দিরের চুরির খবর পেয়ে তদন্তে নেমেছে ।
কালী মন্দির থেকে গয়না চুরি
Reviewed by Dhuliyan City
on
02:20
Rating:
Reviewed by Dhuliyan City
on
02:20
Rating:
No comments: