ধুলিয়ান ৩ ডিসেম্বর :- দিন দিন বাড়ছে জনসংখ্যা সংকীর্ণ হচ্ছে রাস্তাঘাট, শহর নগর, ভিড় বাড়ছে মানুষের, ধুলিয়ানের রাস্তার কথা বললে সে কথা বেশ মানানসই, মাঝে মাঝেই উল্টাই টুকটুক , হাত-পা ভাঙে যাত্রীদের।
এখন পি ডব্লুউর নির্দেশে চলছে ডাকবাংলোর রাস্তার ধারে দোকান ভাঙার কাজ। ভাঙা হচ্ছে লাইফ কেয়ার থেকে DDH পর্যন্ত ।
রাস্তার দুই ধারে ১২ ফুট করে নিবে PWD । রাস্তার এক ধারে ড্রেন হবে ।
সরকারি নির্দেশ অনুযায়ী ভাঙতে হবে না হলে তারা জিসিবি নিয়ে ভাঙবে । সেই আদেশ দোকানদার রা না মানাই সামশেরগঞ্জ থানার বিশাল পুলশ বহিনী গিয়ে সেই কাজ সম্পন্ন করছে।
সূত্রঃ ধুলিয়ান নিউজ
রাস্তা দখল মুক্ত করতে কাজ শুরু করল PWD কর্তৃপক্ষ
Reviewed by Dhuliyan City
on
23:17
Rating:
Reviewed by Dhuliyan City
on
23:17
Rating:
No comments: