Dc প্রতিবেদক, ধুলিয়ান ৩ ডিসেম্বর :- রবিবার বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। এদিন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় হাউসনগর হাই স্কুলের পাশ্বে অফিস সংলগ্ন ফাঁকা মাঠে।অনুষ্ঠানের অায়োজন করেন হাউস নগর প্রতিবন্দী উন্নয়ন সমিতি। এদিন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সামশেরগঞ্জ ব্লকের প্রায় ২৭০ জন প্রতিবন্ধীদের প্রতিবন্ধীকে বস্ত্র বিতরণ করা হয়।এর পাশাপাশি তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়। এর পাশাপাশি প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য (১) নাচ - উভয়ই (২) ট্রাই সাইকেল রেস। প্রতিবন্ধী ছেলেদের জন্য -(১) বিস্কুট খাওয়া (২)মিউজিক্যাল বল (৩)মেরিট টেস্ট।
অন্যদিকে প্রতিবন্ধী মেয়েদের জন্য মোমবাতি জ্বালানো, মিউজিকাল বল, বিস্কুট খাওয়া, ও মেরিট টেস্ট। তার পরে সর্বশেষে এক বিশেষ অাকর্ষনীয় নাটক "ভগবান কোথায়'' অায়োজন করা হয়।হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি মো: তৌসিক অাহম্মেদ তিনি বলেন অামাদের এই প্রতিবন্ধী সমিতির উদ্দেশ্য হল :- এলাকার সমস্ত প্রতিবন্ধীদের ভিক্ষাবৃত্তি দূর করা। বিভিন্ন ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া।যেমন, ফ্রিতে প্রতিবন্ধীরা কম্পিউটার শেখানো,টেলারিং শেখানো হবে। প্রতিবন্ধীদের ক্ষুদ্র ব্যবস্থা করার জন্য হাউস নগর প্রতিবন্ধীদের উন্নয়ন সমিতির পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করা হবে। বাৎসরিক প্রতিবন্ধীদের বস্ত্র প্রদান করা হবে। সরকারি বিভিন্ন ভাতার ব্যবস্থা করা হবে। সমস্ত প্রতিবন্ধীদের সাটিফিকেট করে দেয়ার জন্য সাহায্য, সহযোগিতা করা হবে। ব্লক বা পঞ্চায়েত সরকারি ভাতা বা কাজ আসলে সেই খবর প্রতিবন্ধীদের কাছে পৌঁছায় না, সেই খবর গুলি আমাদের হাউস নগর প্রতিবন্দী উন্নয়ন সমিতির সমস্ত প্রতিবন্ধীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। বর্তমানে প্রতিবন্ধীদের সরকারি বিভিন্ন কাজের ফর্ম- ফিলাপ হচ্ছে কম্পিউটারে নেটের মাধ্যমে, কম্পিউটার ও নেট পরিষেবা প্রতিবন্ধীকে আমাদের হাউসনগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি দিবে।এর পাশাপাশি প্রতিবন্ধীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে ৩০ থেকে ৪০% হাউস নগর প্রতিবন্ধী উন্নয়ন সমিতি বহন করবে। এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে , সাংস্কৃতিক ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অামিরুল ইসলাম, সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভকত, ও বিশিষ্ট জনেরা।
Reviewed by Dhuliyan City
on
07:54
Rating:
No comments: