লাভ জেহাদে’র তত্ত্ব খারিজ পুলিশের ,আফরাজুলের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজস্থান সরকারের

নয়াদিল্লি:  রাজস্থানের রাজসমন্দে নিহত বাঙালি শ্রমিকের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল রাজস্থান সরকার। সংবাদসংস্থা একথা জানিয়েছে।
অন্যদিকে, প্রাথমিক তদন্তে ওই নারকীয় হত্যার ঘটনায় তথাকথিত ‘লাভ জেহাদে’র ভূমিকা নেই বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, মহম্মদ আফরাজুল নামে পশ্চিমবঙ্গ থেকে আসা এক ব্যক্তিকে কুপিয়ে মেরে গায়ে আগুন ধরিয়ে দেয় শম্ভুলাল রেগর নামে অভিযুক্ত। ওই নৃশংস ঘটনার ভিডিও তুলে তা ইন্টারনেটে আপলোড করে দেওয়া হয়। ওই ভিডিওটি তোলে শম্ভুলালের এক ভাইপো।
ওই বর্বরোচিত হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়েছে। ভিডিওতে নৃশংস খুনে অভিযুক্ত শম্ভুলালকে ‘লাভ জেহাদে’র কথা বলতে শোনা গিয়েছে।
শম্ভুলালকে গতকাল তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তার ভাইপোকে আদালত জুভেনাইল হোমে পাঠিয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি আশরাফুলের পরিবারকে তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা জানিয়েছেন।
উদয়পুর পুলিশের ইন্সপেক্টর জেনারেল আনন্দ শ্রীবাস্তব বলেছেন, অভিযুক্ত শম্ভুলাল ‘লাভ জেহাদে’র কারণে ওই খুন করেছে বলে দাবি করেছে। কিন্তু তার ওই দাবির সত্যতা এখনও পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি।
খুনের কারণ জানতে শম্ভুলালকে জেরা করা হচ্ছে বলেও জানিয়েছেন শ্রীবাস্তব।

পুলিশ সুপার মনোজ কুমার বলেছেন, এখনও চূড়ান্ত কিছু বলা যায় না। তবে ‘লাভ জেহাদ’-এর সঙ্গে এই খুনের সম্পর্ক নেই বলে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে। তিনি জানিয়েছেন, খুনের উদ্দেশ্য জানার জন্য বিস্তারিত তদন্ত চলছে।

লাভ জেহাদে’র তত্ত্ব খারিজ পুলিশের ,আফরাজুলের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজস্থান সরকারের লাভ জেহাদে’র তত্ত্ব খারিজ পুলিশের ,আফরাজুলের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজস্থান সরকারের

Reviewed by Dhuliyan City on 03:37 Rating: 5

No comments:

Powered by Blogger.