সামশেরগঞ্জে ইুয়থুস ইসলামিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে তিন দিন ব্যাপি (তার বিয়াতি) প্রগ্রাম

ধুলিয়ান ১৭ ডিসেম্বর  :- ইয়থুস  ইসলামিক অ্যাসোসিয়েশন এর  উদ্যোগে ১৫ থেকে ১৭ ডিসেম্বর  তার বিয়াতি পোগ্রাম অনুষ্ঠিত হল  মুর্শিদাবাদে সামশেরগঞ্জের  হাউসনগর হাই মাদ্রাসায়।এই( তার বিয়াতি) পোগ্রামের শিরনাম হল Come TobThe Light,।এই তিন দিনব্যাপী প্রোগ্রামের রাজ্যের বিভিন্ন জেলা থেকে ১৫০ জন ছাত্র যুবক অংশ গ্রহণ করেন।
এই প্রোগ্রামের অনুষ্ঠানের শুভ সূচনা  করেন জনাব কাউসার অালি তিনি  কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এই পরে প্রগ্রামে উপস্থিত বক্তাগণেরা পর্যায়ক্রমে তাদের মূল্যবান বক্তব্যগুলি পেশ করেন। তার পরে মালদার ভাগিরতী হাইস্কুলের প্রধান শিক্ষক যে নাম শামসুদ্দোহা সাহেব বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন  ব্যাবস্থা ওপর একটি ছাত্র গর্ভ আলোচনা রাখেন, এবং তিনি বলেন ইসলামকে যদি আমরা সম্পূর্ণ রূপে মেনে চলি তাহলে আমাদের জীবনে শান্তি বিরাজ করবে। এর পরে বক্তব্য রাখেন ডাঃ অাবু  দাইয়ান তিনি বলেন  মুসলিম সমাজ অাজ  বিভিন্ন দিক থেকে অপ-সংস্কৃতির শিকার হচেছ,, তাই অামাদের ইসলামিক সংস্কৃতি সমাজের বুকে ছড়িয়ে দিতে হবে। এছাড়া এই প্রোগ্রামে একটি Pannal Discussion  এর অায়োজন করা হয়। যার বিষয় ছিল ' বর্তমান ভারতের পরিস্থিতি ও আমরা:,  এ বিষয়ে বক্তৃতা  রাখেন বাসুদেবপুর হাই স্কুল এর শিক্ষক সাবির অালি সাহেব বলেন, বর্তমান ভারতে যেভাবে মুসলিমদের টার্গেট করা হচ্ছে, তাতে আমাদের কে হতাশ হলে হবে না।অাল্লাহ ওপর ভরসা  রেখে এগিয়ে যেতে হবে। এর পর শেষ পর্যায়ে বক্তব্য রাখেন সংগঠের রাজ্য সভাপতি বাহারুল ইসলাম বিভিন্ন সামাজিক  সচেতনের বিষয়ে বক্তব্য রেখে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করেন।
সামশেরগঞ্জে ইুয়থুস ইসলামিক অ্যাসোসিয়েশন এর উদ্যোগে তিন দিন ব্যাপি (তার বিয়াতি) প্রগ্রাম সামশেরগঞ্জে ইুয়থুস ইসলামিক অ্যাসোসিয়েশন   এর উদ্যোগে তিন দিন ব্যাপি (তার বিয়াতি)  প্রগ্রাম Reviewed by Dhuliyan City on 02:01 Rating: 5

No comments:

Powered by Blogger.