১ লক্ষ্য জাল নোট সহ তিন জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ


ধুলিয়ান ১৭ ডিসেম্বর :- ১ লক্ষ্য জাল নোট সহ গ্রেপ্তার তিন ব্যাক্তি ।  গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে     সামশেরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ধুলিয়ান বাজার থেকে  ১ লক্ষ্য জাল নোট  সহ তিন জন পাচারকারিকে আটক করে ।
 
তিন জন ধৃত ব্যাক্তি



সামশেরগঞ্জ থানার ওসি শ্রী অমিত ভগত জানান , শনিবার রাত্রি ৯ নাগাদ ৩ জনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে এক লক্ষ্য টাকা জাল নোট উদ্ধার করা হয় ।  সবগুলো ৫০০ টাকার নোট। ধৃত ব্যাক্তিদের নাম (1) আকবর আলি  (২) আবু তাহের ,সুতি থানার এলাকা  বাসিন্দা, (৩)  সাত্তার শেখ , সাহেবগঞ্জ ঝাড়খণ্ড । মুর্শিদাবাদ জেলা পুলিশ জানান এই প্রথমবার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে জেলা থেকে । 


৫০০ টাকার জাল নোট
১ লক্ষ্য জাল নোট সহ তিন জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ ১ লক্ষ্য জাল নোট সহ তিন জনকে গ্রেপ্তার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ Reviewed by Dhuliyan City on 19:31 Rating: 5

No comments:

Powered by Blogger.