জঙ্গিপুর ১৮ নভেম্বর :- জঙ্গীপুর মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হল রক্তদান শিবির, আজ সকাল ৯ থেকে শুরু হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী ও জেলার কার্যকারি সভাপতি জাকির হোসেন, রক্তদান শিবির শুরু হবার এক ঘন্টার মধ্যেই কয়েক শো মানুষ রক্তদান করেন তাদের মধ্যে বেশির ভাগ ছিলেন তৃনমূল সদর্স ও সমর্থকরা। মন্ত্রী জাকির হোসেন বলেন আমি সমসময় মানুষকে উৎসাহিত করি রক্তদান করার জন্য। যেখানেই রক্তদান হয় আমি খবর পেলেই ছুটে যায়। রক্ত দেবার জন্য মানুষকে উৎসাহিত করি। রক্তের অভাব যেন জেলায় না হয় সেই চেষ্টা করি।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী জাকির হোসেন
Reviewed by Dhuliyan City
on
00:32
Rating:
Reviewed by Dhuliyan City
on
00:32
Rating:

No comments: