ধুলিয়ান ১৮ নভেম্বর :-মুর্শিদাবাদের সামসেরগঞ্জ অঞ্চলের হাউসনগর গ্রামে আজ সকাল ৭ নাগাদ একটি বাড়ি জলের তলায় ধসে পড়ে । গ্রাম বাসীর কাছে জানা যায় যে বাড়িটি নির্মাণ হয়ে ছিল একটি পুকুরের উপরে , যার ফলে এই ঘটনা ঘটে বলে জানা যায় ।বাড়িটি পুকুর এ তলিয়ে যাওয়ার গ্রামবাসিরা তড়িঘড়ি এসে তাদের উদ্ধার করে। গ্রামবাসীর জন্য বড়সড় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবার সদস্যরা । বাড়ির মালিকের নাম ফারুক সেখ । হতাহত এর খবর এখন ও জানা যায়নি ।
হঠাৎ করে বাড়ি তলিয়ে যায় পুকুরে ।
Reviewed by Dhuliyan City
on
00:55
Rating:
Reviewed by Dhuliyan City
on
00:55
Rating:
No comments: