সুতি ১৫ নভেম্বর :- মুর্শিদাবাদ জেলার আহিরণ গ্রামের কাছে বিশাল এক জলাভূমি বা বিল অবস্থিত। যার ক্ষেত্রফল প্রায় ৪০০ হেক্টর। পাশ দিয়ে চলে গেছে ৩৪ নম্বর জাতীয় সড়ক। পরিবেশগত ও ভৌগোলিক দিক থেকে এই জ্লাভূমিটির গুরুত্ব অপরিসীম। প্রতিবার শীতের শুরুতেই এখানে প্রচুর পরিযায়ী পাখির সমাবেশ হয়। তাছাড়া বিলটি জীববৈচিত্র্যে ভরপুর।
বিলটির গুরুত্বের কথা মাথায় রেখে বেশ কয়েক বছর আগে তৎকালীন অর্থমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এটিকে পাখিরালয় হিসাবে ঘোষণা করেন। বিলটি আজ প্রায় নানা কারনে মজে যেতে বসেছে। বিভিন্ন আগাছায় পরিপূর্ণ। পাশে ৩৪ নম্বর জাতীয় সাম্প্রসারানে কাজ চলছে। দ্রুত ভরাট হচ্ছে বিল। মুখ ফেরাচ্ছে পাখিরা। চোরা শিকারীদের দ্বারা ধরা পড়ছে মাছ, বিভিন্ন প্রজাতির পাখি ও প্রানীরা। প্রশাসন নির্বিকার। ব্যাক্তিগত অভিজ্ঞতা বলছে কয়েক বছর ধরেই পাখির সংখ্যা অনেক কমেছে।
বিলটির অল্প দূরেই রঘুনাথগঞ্জ এ রয়েছে মুর্শিদাবাদ- নাদিয়া ফরেস্ট রেঞ্জের অফিস। তবুও বন দপ্তর নিরুত্তর।
বিলটি গুরুত্বের কথা ভেবে এর রক্ষনাবেক্ষন ও সংস্কার জরুরী। এব্যাপারে বনদপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে চাই।
সকলে এগিয়ে আসুন জলাভূমি ও জীব বৈচিত্র্য সংরক্ষণ করি।
Reviewed by Dhuliyan City
on
19:35
Rating:
No comments: