বেলডাঙা, ১৫ নভেম্বর: ৩৪নং জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ করার সময় বেলডাঙা বড়ুয়া মোড়ে জেসিপি গাড়ির ধাক্কায় বিদ্যুৎ পোল পড়ে গিয়ে গুরুতর আহত হলেন তিনজন। এই ঘটনাকে ঘিরে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা রোড নির্মাতা কোম্পানির গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর, বুধবার বেলডাঙা বড়ুয়া মোড় সংলগ্ন এলাকার ৩৪ নং জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ শুরু হয়। এই কাজ দেখার জন্য ভিড় জমে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, একটি জেসিপি গাড়ি কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারলে ইলেকট্রিক খুঁটি পড়ে গিয়ে গুরুতর আহত হয় তিনজন। স্থানীয়বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বেলডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসকেরা বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করে।
▶️এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় জনতার মধ্যে। তারা রোড নির্মাতা কোম্পানির একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনাস্থলে বেলডাঙা থানার বিশাল পুলিশবাহিনী ও দমকলবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে প্রায় দু ঘন্টা ৩৪নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন..
সূত্রঃ কথাবার্তা
Reviewed by Dhuliyan City
on
18:55
Rating:
No comments: