কোটি টাকার মাদক উদ্ধার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ, গ্রেপ্তার দুই

ধুলিয়ান ৯ নভেম্বর :- কয়েক মাস ধরে লালগোলা থানা পুলিশের তৎপরতায় কয়েক কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেন । এদিন সামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় ১.৩৫০ কেজি  হেরোয়িন সহ গ্রেপ্তার করে  দুই ব্যাক্তিকে । গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে থানার বাসুদের পুর মোড় ৩৪ নম্বার জাতীয় সড়ক এলাকা থেকে মহম্মদ মজিবুর রহমান ও সাদিকুল ইলসাম নামে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ, এবং তাদের কাছ থেকে পাওয়া যায় প্রায় এক কোটি টাকা মুল্যের মাদক। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বাড়ি লালগোলা থানা এলাকায় বলে জানা গেছে। দুই জনকেই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে বলে জানিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
ছবি ও তথ্য -সুমন্ত দাস

কোটি টাকার মাদক উদ্ধার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ, গ্রেপ্তার দুই কোটি টাকার মাদক  উদ্ধার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ, গ্রেপ্তার দুই Reviewed by Dhuliyan City on 05:08 Rating: 5
Powered by Blogger.