ফুরিয়ে যাননি মেরি কম। ভিয়েতনামে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় বক্সার। একবার দুবার নয়, এনিয়ে পরপর ৫ বার এই টুর্নামেন্টে সোনা জিতলেন তিনি।
পাঁচ বছর পর মেরি তার প্রিয় ৪৮ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছিলেন। ফিরেই বিধ্বংসী মেজাজে উত্তর কোরিয় প্রতিপক্ষ কিম হিইয়াংকে ৫-০ তে পর্যুদস্ত করলেন। লড়াইয়ের শুরু থেকেই কিমের উপরে চাড়াও হন মেরি কম। তাঁর হামলায় শেষপর্যন্ত পেরে উঠতে পারেনি কোরিয় বক্সার। প্রসঙ্গত ২০১৪ সালের এশিয়ান গেমসের পর এটাই মেরির প্রথম আর্ন্তজাতিক খেতাব।
মঙ্গলবার সেমিফাইনালে জাপানের বক্সার সুবাসা কমুরাকে উড়িয়ে দেন। সেমিফানিালে জয়ের পরই মেরি সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘ফিট থাকলে সোনা আমার হাতের মুঠোয় থাকে। এবারও সোনা পাওয়ার আশা করছি।’ আর সেটাই করে দেখালেন ৩৫ বছর বয়সী ভারতীয় বক্সার।
ফুরিয়ে যাননি মেরি কম
Reviewed by Dhuliyan City
on
21:12
Rating:
Reviewed by Dhuliyan City
on
21:12
Rating:
No comments: