দুই বছরের জন্য গম চাষ বন্ধ, বিকল্প চাষের পরামর্শ কৃষি মন্ত্রী

বহরমপুর: দু বছরের জন্য মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় গম চাষ বন্ধ করেছে রাজ্য সরকার। গত বছর রোগের কারনে পুড়িয়ে ফেলা হয়েছি দুই জেলার কয়েক হাজার বিঘে গম। যাথে রোগ নতুন করে না ছড়ায় সেই কারনেই রাজ্য সরকার এই দুই জেলাকে দুই বছরের জন্য গম চাষ বন্ধ করার নির্দেশ দিয়েছে। গমের পরিবর্তে যাথে অন্য ফসল কৃষকরা চাষ করতে পারে সেই দিকে নজর দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার সরকারি প্রতিনিধিদের নিয়ে আজ বহরমপুর সার্কিট হাউসে আলোচনায় বসেন কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি। তিনি জানান প্রায় ৯৬ শতাংশ বিকল্প বিজ দেওয়া হয়ে গেছে এই জেলায়। আধিকারিকরা যথেষ্ট ভাল কাজ করেছে।

কৃষি মন্ত্রী আশিস ব্যানার্জি বলেন, এবারে গমের চাষে বড়ো রোগ দাখা দিয়েছে যার কারনে আমরা গম চাষ বন্ধের নির্দেশ দিয়েছি। এর ফলে চাষীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমার জেলায় জেলায় বিভিন্ন শস্য,ডালেরর বীজ দেওয়া হয়েছে। আমি জেলা শাসক কে আরো বলব এই বিষয়টি তে আরো ভালো করে নজর রাখতে।

সূত্রঃ onlinemds

দুই বছরের জন্য গম চাষ বন্ধ, বিকল্প চাষের পরামর্শ কৃষি মন্ত্রী দুই বছরের জন্য গম চাষ বন্ধ, বিকল্প চাষের পরামর্শ কৃষি মন্ত্রী

Reviewed by Dhuliyan City on 20:42 Rating: 5

No comments:

Powered by Blogger.