মুর্শিদাবাদের সেনা জাওনায়ের মৃত্যু বর্ডারে

মুর্শিদাবাদ ২ নভেম্বর :- জম্মু কাশ্মীরের সাবা বর্ডারে মৃত্যু হল তপন মণ্ডল (২৬) নামে এক বি,এস,এফ জাওয়ানের। আজ সকাল ১১ টা নাগাদ একটি গুলি এসে তার কাধে লাগে, ঘটনা স্থলেই মৃত্যু হয় তপনের।
মুর্শিদাবাদের বহরমপুর থানার সাটুই ভগবান বাটি চম পাড়ার বাসিন্দা তপন মণ্ডল ৬ বছর ভাগে বি,এস,এফ যোগ দেন, মাত্র ৬ মাস আগে তার বিবাহ হয়, এই বারেই পুজোর ছুটিতে বাড়ি এসেছিল, ভাই ফোঁটার পরের দিন তিনি তার কর্ম স্থলে চলে যান। আজ দুপুরে এই দুঃসংবাদ আসে তার বাড়িতে, শোক সংবাদ শোনার পর গোটা এলাকায় যেন শ্মশানের নিস্তব্ধতা। কেউ ভেবে উঠতে পারছে না। তপন আর নেই। আজ সকাল ৯ টা নাগাদ সে বাড়িতে ফোন করে। দুপুর একটার পর বাড়িতে তার মৃত্যু সংবাদ আসে তার বাড়িতে। মা সুমিত্রা মণ্ডল, স্ত্রী সুজতা মণ্ডল ও বাবা শিব নাথ মণ্ডল বাক রুদ্ধ অবস্থা তারা ভেবে পাচ্ছেন না কি ভাবে এই ঘটনা ঘটে গেল এই ঘটনা।
ছবি ও তথ্য – বিনয় রায়
মুর্শিদাবাদের সেনা জাওনায়ের মৃত্যু বর্ডারে মুর্শিদাবাদের  সেনা জাওনায়ের মৃত্যু বর্ডারে  Reviewed by Dhuliyan City on 06:54 Rating: 5
Powered by Blogger.