সুতি ২৬ নভেম্বর :- বর্তমান বাজারে দিন দিন দ্রবমূল্য বৃদ্ধির তাগিদে বেড়ে গেলো টোটো গাড়ির ভাড়া। ইতি মধ্যে জনসাধারণকে নোটিশ করে দিয়েছে "সুতি 2 ব্লক টোটো ইউনিয়ন কমিটি।" তার বিজ্ঞপ্তি অনুযায়ী জানাজায় যে, "আগামী ইংরেজি 01/12/2017 তারিখ হইতে সাজুর মোড় - অরাঙ্গাবাদ - চাঁদের মোড় পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হবে।
সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র-ছাত্রীদের চোখ কপালে উঠেগেছে। তাদের দাবি গত তিন মাস আগেও অলিখিত ভাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। যেমন - সাজুর মোড় থেকে কলেজ মোড় আগে নিতো 5 টাকা আর এখন তা বেড়ে গিয়ে 8 টাকা হয়ে গেছে, এরিমধ্যে আবার নতুন বিজ্ঞপ্তি 8 এর জায়গায় নাকি লাগবে 10। এই ইউনিয়ন আবার কোন ইউনিয়ন? নোটিশে না আছে কমিটির সভাপতির নাম, আর না আছে সেক্রেটারির নাম। নেই আবার যোগাযোগ এর নম্বরও। শুধু মাত্র আছে নামের একটি সিল(Stamp) মারা। ছাত্রদের দাবি এমনিতেই একটি কাগজ প্রিন্ট আউট করে নিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার কৌশল মাত্র। তাই দেখে ক্ষিপ্ত সাধারণ জনতা তথা কলেজ পড়ুয়ারা। তাদের দাবি অবিলম্বে এই বিজ্ঞপ্তি বাতিল করা হোক, নতুবা তারা প্রশাসনের কাছে দ্বারস্ত হতে বাধ্য থাকবে।
Reviewed by Dhuliyan City
on
02:23
Rating:
No comments: