কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ২ ,

ধুলিয়ান ২৩ নভেম্বর :- ফের সামশেরগঞ্জ থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার হল ২ , হেরোইন পাচারকারী। গোপন সূত্রের খবরে গতকাল(বুধবার) রাতে ধুলিয়ানের ডাকবাংলা এলাকা থেকে এক কেজি হেরোইন সহ গ্রেফতার করা হয় ওই ২ ব্যক্তিকে। ধৃত সাজিকুল সেখ ও হানিফ সেখ মালদার কালিয়াচকের বাসিন্দা। কালিয়াচক থেকে হেরোইন নিয়ে নদীয়ার পলাশি যাওয়ার পথে এদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি টাকা। বৃহস্পতিবার ধৃতদের মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হলে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন সামশেরগঞ্জ থানার ওসি - অমিত ভকত।

কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার ২ , কোটি টাকার হেরোইন  সহ গ্রেপ্তার ২ , Reviewed by Dhuliyan City on 22:08 Rating: 5

No comments:

Powered by Blogger.