সুতি ৮ অক্টোবর :- মুর্শিদাবাদ জেলার সুতি ও সামসেরগঞ্জ থানার সংলগ্ন এলাকায় নিমতিতা বি,এস,এফ ক্যাম্পের ঘাটে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই ছাত্রী । দেবযানি রায় (১৮) উচ্চমাধ্যমিকের ছাত্রী ও পায়েল রায় ( ১৫ ) নবম শ্রেণীর ছাত্রী , স্থানীয় দের কাছে জানাযায় যে , আজ দুপুরে মায়ের সাথে গঙ্গায় স্নান করতে যায় , মা বলেন দুই মেয়ে সাঁতার কাটতে গেলে স্রোতের বেগে পরে জলে তলায় তলিয়ে যায় । সে দেখে কিছু বুঝতে না পারায় চিৎকার করতে শুরু করলে চারদিক থেকে লোকজন ছুটে আসে । খোঁজাখুঁজি শুরু করলে হদিস না পাওয়ায় । পরে সুতি ও সামশেরগঞ্জ দুই থানার প্রশাসন উদ্ধার কাজে শুরু করেছে । এখনো পর্যন্ত দুই ছাত্রীর দেহ উদ্ধার করা হয়নি ।
গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ছাত্রীর
Reviewed by Dhuliyan City
on
07:19
Rating:
Reviewed by Dhuliyan City
on
07:19
Rating:
No comments: