হাঁসখালি, ২১ অক্টোবর : ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। ভাইফোঁটার দিন ভাইয়ের দীর্ঘায়ু কামনায় তার কপালে মঙ্গল তিলক এঁকে দেন বোনেরা। কিন্তু, এই রকম ভাইফোঁটা হয়ত স্বপ্নেও ভাবেননি ওরা কেউ। অন্ধকার দূর করে যে আলোর উত্সব, সেই উত্সবের মধ্যেই হারিয়েছেন তাঁরা ভাইকে। আজ ভাইফোঁটার দিনে তাঁর দেহ ফিরল বাড়িতে। আজই ভাইকে শেষবারের মতো বিদায় জানালেন দিদি ও বোন।.চন্দন বাঁটা থেকে শুরু করে ভাইফোঁটার সব প্রস্তুতি ছিল। কিন্তু, অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস, ভাইফোঁটার দিন বাড়িতে আসা ভাইয়ের কফিনবন্দী দেহের উপর ফুলের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে হল দিদি করুণাময়ী হালদার ও বোন অভয়া মণ্ডলকে। কারণ, গোরু পাচারকারীদের হাতে তাঁদের ভাই BSF-এর সেকেন্ড ইন কমান্ডার দীপক মণ্ডল নিহত হয়েছেন।নদিয়ার হাঁসখালি থানার তারকনগরের বাসিন্দা দীপক মণ্ডল BSF-এর ১৭৫ নম্বর ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ডার ছিলেন। কর্মরত ছিলেন ত্রিপুরার মনারচকে। দিনকয়েক আগে সেখানেই সীমান্তে গোরু পাচারকারীদের বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তিনি। পাচারকারীরা তাঁকে বেদম মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়।পাঁচ ভাই ও তিন বোনের সংসারে খুব আদরের ছিলেন দীপক। ছোটবেলাতেই মা মারা যান। তারপর থেকে দিদিরাই মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছিলেন দীপককে।সীমান্তে কাজ করত ভাই। তাই প্রতিবছর ভাইয়ের মঙ্গল কামনায় ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দিতে ভুল হয়নি। এবার তার ব্যতিক্রম হল। কফিনের ভিতরে থাকা ভাইকে চোখের জলে শেষবারের মতো বিদায় জানালেন করুণাময়ীদেবী ও অভয়া মণ্ডল। ভাইফোঁটার দিনে ভাইকে হারানোর ব্যথা ঘুরে বেড়াল মণ্ডল পরিবারে।
সূত্রঃ eenadu india
সূত্রঃ eenadu india
যমের দুয়ারে পড়ল না কাঁটা, কফিনবন্দী হয়ে ফিরল ভাই
Reviewed by khokan
on
20:59
Rating:
Reviewed by khokan
on
20:59
Rating:
