মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি

মুর্শিদাবাদ ২৫ অক্টোবর :- মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি অনুল ভর্মা, আজ সকালে তিনি প্রথমে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে যান তার পর সেখান থেকে বেশ কয়েটি সুপার স্পেসাল্যাটি হাসপাতাল পরিদর্শ করেন। জঙ্গীপুর হাসপাতালে রগীর আত্মীয়রা বিক্ষোভে  ফেটে পরে, তাদের বক্তব্য আজ উপর থেকে লোক এসেছে বলে ডাক্তাররা সময় মত হাজির হয়েছে। এই হাসপাতালে চরম অনিয়ম মেনে চলছে। কোন দিনই ঠিক সময়ে ডাক্তার আসে না। যদিও হেলথ সেক্রেটারি অনুল ভর্মা সামনে তাদের যেতে দেওয়া হয় নি। হাসপাতালে হেলথ সেক্রেটারি আসার পরই হটাৎ বিক্ষোভ শুরু করে রগীর আত্মীয়রা। পরে রঘুনাথগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে। 

তথ্য – সুমন্ত দাস

মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি মুর্শিদাবাদে হটাৎ পরিদর্শনে এলেন হেলথ সেক্রেটারি Reviewed by Dhuliyan City on 04:16 Rating: 5

No comments:

Powered by Blogger.