মুর্শিদাবাদ ২৪ অক্টোবর :- সেফ ড্রাইভ সেভ লাইফ শুধু মুখে বলেই নয়, তার জন্য প্রয়োজন চলাচলের যোগ্য রাস্তা দরকার । রাস্তার দুরবস্থার জন্য প্রতি মুহূর্তে ঘটে চলেছে, পথ দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে যাওয়া ছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে কখনো পথচারী কখনো গাড়ি যাত্রীদের প্রাণসংশয়ের ঘটনা ঘটে চলেছে অবিরত। বিভিন্ন ভাবে তার শিকার হচ্ছেন পথচারী, গাড়ি যাত্রী, গাড়ি চালক ও গাড়ি মালিকেরাও। রাস্তার নেহাতই দুরবস্থার কারণে গাড়ির ক্ষতি তো লেগেই রয়েছে, উপরন্তু দুর্ঘটনার প্রতিবাদে গাড়ি ভাংচুর, গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে প্রায়ই। নিজেদের এই সমস্যার কথা বারবার প্রশাসনিক মহলে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় অবশেষে অনির্দিষ্ট কালের জন্য ওই রুটে বাস ধর্মঘটের ডাক দিল বেসরকারি বাস মালিক ও শ্রমিক সংগঠন। বীরভূমের সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদের কুলি পর্যন্ত, কান্দি- সাঁইথিয়া রাজ্য সড়কের কঙ্কালসার অবস্থার জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত ওই রুটে কোনো বেসরকারি বাস চলাচল করবে না। বীরভূম বেসরকারি বাস পরিবহন সংস্থা ও মুর্শিদাবাদ বেসরকারি বাস মালিক ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মুর্শিদাবাদ বেসরকারি বাস মালিক সংগঠনের সদস্য বিমল চক্রবর্তী। অনির্দিষ্ট কালের জন্য ওই রুটে সমস্ত বেসরকারি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে প্রতিপদে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
ছবি ও তথ্য শোভন ব্যানার্জি
ছবি ও তথ্য শোভন ব্যানার্জি
রাস্তা খারাপ তাই বাস চলাচল বন্ধ করে দিল বাস মালিক ও চালকরা
Reviewed by khokan
on
03:27
Rating:
Reviewed by khokan
on
03:27
Rating:
