জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান

ধুলিয়ান ১৯ সেপ্টেম্বর :- সামশেরগঞ্জ ব্লকের  তিনপাকুড়িয়া অঞ্চলে পর এবার সাহেবনগর তালতলা কংগ্রেসের বড়সড় ভাঙন । গত কাল সাহেবনগর তালতলা একটি কর্মী সভায় সহিদুল হক জানান বহুদিন ধরে জাতীয় কংগ্রেস যুক্ত থাকার পর তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিবেন । আজ সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে সামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা INTUC সভাপতি সহিদুল হক তৃণমূল কংগ্রেসে যোগদান  করলেন। সহিদুল হকের হাতে তৃণমূল কংগ্রেস পতাকা তুলে দেন বিধায়ক আমিরুল ইসলাম । সহিদুল হক বলেন , মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষদের প্রতি যে ভাবনা চিন্তা ধারা আছে, সেই চিন্তা ভাবনা ধারা নিয়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত থেকে গরিব মানুষদের জন্য কাজ করতে চাই ।

জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান Reviewed by Dhuliyan City on 02:18 Rating: 5

No comments:

Powered by Blogger.