মুর্শিদাবাদ :- এক সময়ের বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ আজ ভারতবর্ষের পিছিয়ে পড়া জেলা গুলির মধ্যে অন্যতম একটি জেলা। এক সময় লর্ড ক্লাইভ প্রশংসা করে বলেছিলেন এই জেলার গৌরব লন্ডনকেও হার মানাবে। কিন্তু অতীতের সেই গৌরব আজ ভুলুন্ঠিত। ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী যেখানে গোটা পশ্চিমবঙ্গে শিক্ষার হার ৭৭.০৮% সেখানে এই জেলায় মাত্র ৬৭.৫৩%। জেলার ২৬ টি ব্লকের মধ্যে সেরকম ভাবে স্কুল কলেজ ও গড়ে ওঠেনি। এখানে ২৬ টি ডিগ্রী কলেজ আছে। ফলত এত বিপুল পরিমান ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য পাশের কোনো জেলা বা বাইরের রাজ্যে পারি দিতে হয়।অর্থনৈতিক ভাবে যেহেতু এই জেলা উন্নতি লাভ করতে পারেনি ফলে স্বভাবতই টাকার অভাবে হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রী উচ্চ শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা আরও কয়েকগুণ। কন্যাশ্রীর হাত ধরে এখন অনেক মেয়েরাই উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইচ্ছা প্রকাশ করছে কিন্তু কাছাকাছি কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় তারা বাইরে যেতে পারছে না। গত সরকার এই জেলার ব্যাপারে ভাবেনি বর্তমান সরকারের ভূমিকাও প্রায় একই।এই সংকটময় অবস্থা কাটিয়ে উঠতে জেলার বহু মানুষ আন্দোলন। ছাত্র সংগঠন এস.আই.ও জেলায় বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এছাড়া আরো অন্যান্য সংগঠন ও বর্তমানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকেও এ নিয়ে কথা বলতে দেখা গেছে। জিয়াগঞ্জ রানী ধন্যকুমারী কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ মজিবুর রহমান ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ” বিশ্ববিদ্যালয় না থাকার ফলে ছাত্রছাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, একইরকম ভাবে বিভিন্ন অধ্যাপকদেরও অনেকসময় হেনস্থার শিকার হতে হয়। তিনি প্রশ্ন রাখেন শুধুমাত্র সংখ্যালঘু মানুষ বেশি থাকায় এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় হচ্ছে না?” সব মিলিয়ে এই জেলাবাসীর প্রত্যেকের এখন একটাই দাবী জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম উচ্চ শিক্ষার আলোয় আলোকিত হয়।
সূত্রঃ রাঘুনাথগঞ্জ পেজ
Reviewed by Dhuliyan City
on
10:30
Rating:
No comments: