ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশির হাতে মৃত্যু সামশেরগঞ্জে

ধুলিয়ান ৯ সেপ্টেম্বর : সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার ১৫ নং ওয়ার্ডের  বল খেলা ফিল্ডের মাঠে ছোট ছোট ছেলের ঝামেলা কে কেন্দ্র করে দুই প্রতিবেশির মধ্যে তুমুল ঝগড়া হয় এবং মৃত্যু হয় ২৬ বছরের এক যুবকের । মৃত আত্মীয়ের পরিবারের কাছে জানা যায় শুক্রবার রাতে প্রতিবেশির দুই ছোটছেলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় ঘটনা স্থানে হারুন শেখ উপস্থিত থাকায় ছেলে দুটোকে মারধর করেন, দিলওয়ার হোসেন সেই দেখে হারুন শেখ কে  কিছু বলতে গেলে তাঁদের মধ্যে মুখোমুখি হতে হতে সংঘর্ষ হাতাহাতিতে পরিনত হওয়ায় একসময় দিলওয়ার হোসেনকে মারধর করতে করতে হারুন শেখ তাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যার ফলশ্রুতিতে দিলওয়ার হোসেনের মৃত্যু হয়। ভাই ফাকরুল হোসেন খরব পেয়ে ছুটে যায় , হারুন শেখের বাড়ির ভিতর প্রবেশ করে, ফলে হারুন শেখের  পরিবারের সদস্যরা ফাকরুলের উপরও  হামলা চালায় ।  গুরুত্বর অবস্থায় দুই ভাইকে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে দিলওয়ার হোসেন কে ডাক্তার মৃত বলে জানান ও ফাকরুল কে মহকুমা হাসপাতাল রেফার করা হয় । প্রতিবেশির কাছে জানা যায় দিলওয়ার ও হারুন শেখ  দু-জন বাইরে কাজ করে । ঈদের আগে তারা তাদের বাড়ি আসে । সামসেরগঞ্জ থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় । পুলিশ সূত্রে জানা যায় হারুন শেখ ও তাঁর পরিবারের সদস্যরা পালাতক আছে । পুলিশ তাঁদের কে খোঁজাখুঁজি কাজ শুরু করেছে।

ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশির হাতে মৃত্যু সামশেরগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে প্রতিবেশির হাতে মৃত্যু সামশেরগঞ্জে Reviewed by Dhuliyan City on 22:04 Rating: 5

No comments:

Powered by Blogger.