গঙ্গায় স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু যুবকের (সুতি )

সুতি ৭ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলা সুতি থানার অরঙ্গাবাদ বালিকা বিদ্যলয়ের ঘাটের কাছে তিন বন্ধু মিলে স্নান করতে এসে এক বন্ধুর মৃত্যু। স্থানিয়দের দাবি মোতাকের সেখ ও তার দুই বন্ধু গত কাল দুপুরে গঙ্গায় স্নান করতে আসে ।
দুই বন্ধু সাঁতার কাটতে যায় , হঠাৎ করে মোতাকের দেখে তাঁর দুই বন্ধু স্রোতের মুখে পরে হাবুডুবু খাচ্ছে , সে দেখে মোতাকের দু-বন্ধুদের স্রোতের মুখ থেকে বের করতে যাওয়ায় । কিন্তু মোতাকের স্রোতের মুখে পড়ে তৎক্ষনাক তলিয়ে যায় গঙ্গার গর্ভে । দুই বন্ধু বেঁচে যাই। বাড়ির সদস্যরা খবর পেয়ে , সুতি থানায় খবর দেওয়া হলে আজ দুপুর থেকেই বোর্ড নিয়ে গঙ্গার খোঁজাখুঁজি শুরু করে প্রশাসন । রাত্রি ৮ নাগাদ তাঁর  মৃতদেহ পাওয়া যায় । মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। মোতাকের সেখের  বয়স ১৮ । বাড়ি অরঙ্গাবাদের মহেন্দ্রোপুর গ্রামে।
গঙ্গায় স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু যুবকের (সুতি ) গঙ্গায় স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু যুবকের (সুতি ) Reviewed by Dhuliyan City on 10:23 Rating: 5
Powered by Blogger.