৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ ।

DC প্রতিবেদক ,সাগরদীঘি ৬ সেপ্টেম্বর : মুর্শিদাবাদের সাগরদীঘির  ৩৪ নং জাতীয় সড়কের শেখদিঘী বাসস্ট্যান্ডদের সংলগ্ন এলাকায় সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে । একটি দোকান ও ঘটনা স্থলে থাকা কয়টি বাইক কে পিশে দেয় সরকারি বাস । ঘটনায় হতাহতের কোনো খবর নেই ।  সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে জেরে জাতীয় সড়কে চাঞ্চল্য সৃষ্টি  হওয়ায় ,যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে সাগরদীঘির থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব নিয়ন্ত্রণে আনে।

৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ । ৩৪ নং জাতীয় সড়কে সরকারি বাস ও ম্যাজিক গাড়ির সংঘর্ষ । Reviewed by Dhuliyan City on 00:38 Rating: 5

No comments:

Powered by Blogger.