ফারুক সেখ, মুর্শিদাবাদ ৬ সেপ্টেম্বর : মাত্র কয়েকটা দিন বাদেই শারদীয়া দূর্গোৎসব। বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। এই দূর্গোৎসবকে সামনে রেখেই নিমতিতার বাবুর বাড়ি সহ এলাকার বিভিন্ন মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর প্রস্তুতি।
তার মধ্যে সব থেকে বেশি পুরাতন প্রতিমা তৈরির কাজ নিমতিতা তেই হয়ে থাকে। কেউ বলে ৩৫০ বছর আবার কেউ বলে ৫০০ বছর থেকে চলছে এই বাবুর বাড়িতে দূর্গাপুজা। পূজোর মুল আকর্ষণ দূর্গা প্রতিমা তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাদা, মাটি, খড়, কাঠ, বাঁশ, সুতলি দিয়ে দূর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিমা শিল্পীরা। মাটির কাজ শেষে হলেই শুরু হবে তুলি দিয়ে রং এর কাজ । আর এই প্রতিমাগুলোকে মনোমুগ্ধকর ও নিখুতভাবে ফুটিয়ে তোলার জন্য মনোযোগ দিয়ে কাজ করছেন এই শিল্পীরা। তারা র্নিধারিত সময়ের আগেই শেষ করবেন প্রতিমা তৈরীর কাজ। বলা যায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই দূর্গোৎসব ।
এদিকে শারদীয় দূর্গাপূজোর বাকি মাত্র আর কয়েক দিন । আগামী ২৬ শে সেপ্টেম্বরে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব। প্রতিমা শিল্পী রবীন্দ্র নারায়ণ চৌধুরি জানান, এই দুর্গা পুজোর মুল আকর্ষণ হচ্ছে দূর্গা প্রতিমা। এই প্রতিমা গুলি তৈরীর জন্য আমাদের উপরেই ভরসা করে থাকেন মন্দিরের পূজো কমিটি, দর্শনার্থীরা । তাই আমরা খুব সুন্দর ও নিখুত ভাবে কাজ করে ফুটিয়ে তোলার জন্য মনোযোগ দিয়ে কাজ করতে হয়। বাবুর বাড়িতে বসবাসকারী চপলা সিংহ জানান, আমরা সঠিকটা বলতে পারবোনা কিন্ত একবার রানীমা বলেছিলেন এই বাড়িতে ৫০০ পাঁচশো বছর থেকে পুজো হচ্ছে।
সব মিলিয়ে দুর্গাপ্রতিমাকে কেন্দ্র করে ঐতিহ্য শালি নিমতিতা বাবু বাড়িতে এখনই উৎসবের আমেজ তৈরি হয়েছে।
সূত্রঃ টিডিএন বাংলা,
নিমতিতা বাবুর বাড়িতে জোর কদমে চলছে দূর্গা পুজোর প্রস্তুতি
Reviewed by Dhuliyan City
on
00:55
Rating:
Reviewed by Dhuliyan City
on
00:55
Rating:


