মালদা ১১ সেপ্টেম্বর :- মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্হিবিভাগ থেকে শিশু চুরি । আজ ধুলিয়ানের সারিফা বিবি তাঁর ৪০ দিনের শিশুপুত্রকে নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে যান । সেখানে এক অপরিচিত মহিলার সাথে তাঁর আলাপ হয় । সারিফা বিবি তাঁর শিশুপুত্রকে ৫ মিনিটের জন্য অপরিচিত মহিলাকে ধরতে দেন । তাঁর কিছু ক্ষণ পর সেই মহিলার আর কোন খবর না পাওয়ায় সারিফা বিবি , সেই অপরিচিত মহিলা ও পুত্রকে খোঁজাখুঁজি শুরু করেন ।পরে হাসপাতাল কর্তৃপক্ষ কে পুরো ঘটনা জানো হয় । হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটানকে অস্বীকার করেন।তাঁরা জানান সারিফা বিবির শিশুপুত্রের রিসেপশন দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি । পরে মালদা থানার পুলিশ খরব পেয়ে মালদা মেডিক্যাল কলেজের সব CCTV ফুটেজ ক্ষতিয়ে দেখে, তদন্ত শুরু করেন ।
সূত্রঃ পুষ্পপ্রভাত নিউজ
মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্হিবিভাগ থেকে শিশু চুরি
Reviewed by Dhuliyan City
on
06:41
Rating:
Reviewed by Dhuliyan City
on
06:41
Rating:
No comments: