রান্না গ্যাসে ভয়াবহ আগুন

ধুলিয়ান ১১ সেপ্টেম্বর :- রান্না গ্যাসে ভয়াবহ আগুন , আজ ধুলিয়ান পৌরসভার ১৭ নং ওয়ার্ডের রায়গঞ্জ গ্রামের অধীনস্থ একটি বাড়িতে দুপুর ১ টা নাগাদ রান্না গ্যাসের রেগুলেটর  লিক হয়ে আগুন ধরে যায় ।
ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় । এলাকার কিছু যুবক ছুটে যায় সেই বাড়ির দিকে গ্যাসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তড়িঘড়ি ৫০ মিটারে দূরে  রাস্তায় পরে থাকা বালি নিয়ে আসে গ্যাস টিকে বালি চাপা দিয়ে কিছু পরিমানে আগুন নিয়ন্ত্রণে আনে ।  ফায়ার ব্রিগেট কে খরব দেওয়া হলে ,ফায়ার ব্রিগেটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । ফায়ার কর্মী মনিরুল ইসলাম জানান অনেক জায়গায় আমরা একই ঘটনা দেখছি অনেকে গ্যাস মেঝেতে রেখে রান্না করছেন , যার ফলে এই ঘটনা ঘটছে , আর গ্রাম বাসীকে বলেন উনুন থেকে গ্যাস সিলিন্ডার অত্যন্ত ২ মিটার নীচে রেখে রান্না করতে বলেন ।  বাড়ির কর্তা ধীমান সিংহ বলেন- " আমার স্ত্রী রান্না করছিলেন হঠাৎ করে দেখি রেগুলেটর থেকে আগুন  বেড়াচ্ছে সেটা দেখে আতঙ্ক হয়ে চিৎকার করতে শুরু করি ।" তাদের চিৎকার শুনে  প্রতিবেশীরা ছুটে এসে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনে পরে ফায়ার ব্রিগেটের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে । করো হতাহতের খবর পাওয়া যায়নি ।
রান্না গ্যাসে ভয়াবহ আগুন রান্না গ্যাসে ভয়াবহ আগুন Reviewed by Dhuliyan City on 06:34 Rating: 5
Powered by Blogger.