মালদা ১ সেপ্টেম্বর :- আবার ও ভাঙন দেখা দিলো মালদা জেলার পারদেওনাপুর এলাকায়, স্থানীয় দের দাবি গত ১ বছর থেকে এই এলাকায় ভাঙন দেখা দিয়েছে, তলিয়ে গিয়েছে স্থানীয়দের ভিটে মাটি প্রাসাশনের আধিকারিক ঘটনা স্থলে এলেও কোনো রকম সহায্য মেলেনি অবশেষে খোলা আকাশের নিচে বসবাস করছে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ জন।
বিভিন্ন রাজনৈতীক নেতা নেত্রীরা এলাকা পরিদর্শনে এলেও পতিস্রুতি ছাড়া কিছুই মেলেনি দাবি এলাকার মানুষের, ।
ভাঙন চলছে প্রায় ৪/৫ কিলোমিটার এলাকা জুড়ে, এই ভাঙনে তলিয়ে গিয়েছে ১৫৯ টি বাড়ি, এলাকায় একমাত্র স্কুল ও মন্দির তলিয়ে যেতে বসেছে গঙ্গায়, স্কুল ও মন্দির বাচানোর জন্য আপ্রান চেষ্টা করলেও গঙ্গার ভাঙন থেকে রক্ষা করতে পারেনি স্থানীয় গ্রাম বাসি।
এই ভাঙনের জেরে আতঙ্কিত মালদা জেলার পরদেওনাপুর, মন্ডলপুর ও চৌধুরীপাড়া এলাকার মানুষ।
প্রতি বছর বর্ষার গঙ্গার জল বাড়তে
থাকে, আর সেই সময় দেখাদেয় ভয়াবহ ভঙ্গন। কদিন টানা বৃষ্টির ফলে আবারো শুরু হয়েছে
ভাঙন। এ বছর ভাঙন দেখা দিলেও কোনো হেলদোল নেই প্রসাশনের চিন্তিত গঙ্গার
তীরবতি এলাকার মানষজন। গঙ্গায় পলি পরে নাব্যতা অনেকটাই কমে গেছে। যার ফলে জল
বওয়ার ক্ষমতা অনেকটাই কমে গেছে। যার ফলে গঙ্গা ভাঙ্গনের পরিমান পারছে।
ছবি ও তথ্য পলাশ সিংহ.
সূত্রঃ ntvwb
Reviewed by Dhuliyan City
on
03:53
Rating:
No comments: