ধুলিয়ান ৩১ আগস্ট : ঈদের খুশিতে সামিল হতে ভিনরাজ্যে থেকে ঘরে ফিরে আসছেন সামশেরগঞ্জ -ধুলিয়ান শহরের প্রবাসী , হাতে মাত্র আর দুটো দিন তাঁর পরে ঈদ-উল-আযহা । সেই উপলক্ষে রাজমিস্ত্রি ও অন্য কাজকর্ম থেকে ঘরে ফিরে আসছেন প্রবাসী । তাই ভিড় উপচে পড়ছে ধুলিয়ান গঙ্গা রেলওয়ে স্টেশন ও ডাকবাংলো বাসস্ট্যান্ড । সামশেরগঞ্জ - ধুলিয়ান পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা পেতের দায়ে অনেকে থাকেন ,কলকাতা,মুম্বাই কেউ বা দিল্লী,তামিলনাড়ু,চেন্নাই ও অনান্য ভিন রাজ্যরে । পরিবারের সদস্যদের ভরণপোষণ ও বেশী আয়ের জন্য ভিনরাজ্যে যেতে হয় তাঁদের । রাজমিস্ত্রি ও অন্যান্য দিনমজুরির কাজকর্মের জেরে বছরভর ভিনরাজ্যে জীবনযাপন তাঁদের , বছরে দু-তিন বার পরিবারের সদস্যদের সাথে খুশিতে সামিল হতে আসে । দু- পয়সা রোজগার করে ভিনরাজ্যে থেকে রওনা দেয় বাড়ির দিকে খুশির মেজাজে । দু-দিন পরে ঈদ ,গ্রামের বাড়িতে রয়েছে মা,বাবা, স্ত্রী,কন্যা -পুত্র ও অন্যান্য সদস্য দের নিয়ে ভরা পরিবার । ঈদের খুশিতে পরিবারের সাথে সামলি হতে রওনা দিয়েছেন প্রবাসীরা কেউ ,কলকাতা,দিল্লি মুম্বাই, ও অন্যান্য রাজ্যে থেকে , কেউ আসছেন ট্রেনে -বাসে ঘাড়ে ব্যাগ- ঝুলি হাতে নিয়ে ফিরছেন । সঙ্গে রয়েছে পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় -মিষ্টি,চুড়ি বা মেহেন্দি । কেউ তিন-মাস , ছয়-মাস বা বছরভর পরে বাড়ি ফিরে আসছেন । আবার কেউ তড়িঘড়ি বাড়ি ফিরে এসেছেন খালি হাতে । ঈদের বাজার শেষমুহূর্তে । তাতে কি , বাড়ি ফিরে ছেলে মেয়েদের নিয়ে বেড়িয়ে পড়বেন কেনাকাটার জন্য , শেষমুহূর্তে এলাকার কাপড়ের দোকান,মদীখানা দোকান গুলিতে ভীড় উপচে পড়ছে । ঈদের আগেদিন সব বাজার সেরে ফেলছেন ।
এইটুকু আশা নিয়ে ঈদ-উল-আযহা দিনভর পরিবারের সদস্যদের সঙ্গে খুশির মেজাজে কাটাবে ।
Reviewed by Dhuliyan City
on
00:25
Rating:
No comments: