অঙ্গনওয়ারী কর্মীর UBI ব্যাঙ্ক Account থেকে উধাও ৪২০০০ টাকা,

ধুলিয়ান ১৪ আগস্ট : অঙ্গনওয়ারী কর্মীর UBI ব্যাঙ্ক Account থেকে উধাও ৪২০০০ টাকা, ধুলিয়ান ডাকবাংলো মোড় UBI ব্যাঙ্কের শাখা থেকে  ।  হতাশ সামশেরগঞ্জ ,হাসুপুরের অঙ্গনওয়ারি কর্মী , আজ UBI ব্যাঙ্ক ও সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে এই মহিলা ।সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত অভিযোগ টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিন বলেন সকল জলসাধারণকে একটি বার্তা দেন , ব্যাঙ্ক একাউন্ট সমন্ধে কেউ যদি আপনার কাছে , আধার কার্ড বা এটিএম , ও টি পি ,নং জানতে চাইনি কাওকে নথিভুক্ত নাম্বার  দিবেন না । ভুল বসত যদি কাইকে দিয়ে থাকে তো ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও থানায় যোগাযোগ করেন । কি কারনে কেমন করে ব্যাঙ্ক থেকে টাকা উধাও হলো তা বলতে পারছেনা ব্যাঙ্ক কতৃপক্ষ।

অঙ্গনওয়ারী কর্মীর UBI ব্যাঙ্ক Account থেকে উধাও ৪২০০০ টাকা, অঙ্গনওয়ারী কর্মীর UBI ব্যাঙ্ক Account থেকে উধাও ৪২০০০ টাকা, Reviewed by Dhuliyan City on 05:50 Rating: 5

No comments:

Powered by Blogger.