ধুলিয়ান ১৪ আগস্ট : অঙ্গনওয়ারী কর্মীর UBI ব্যাঙ্ক Account থেকে উধাও ৪২০০০ টাকা, ধুলিয়ান ডাকবাংলো মোড় UBI ব্যাঙ্কের শাখা থেকে । হতাশ সামশেরগঞ্জ ,হাসুপুরের অঙ্গনওয়ারি কর্মী , আজ UBI ব্যাঙ্ক ও সামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে এই মহিলা ।সামশেরগঞ্জ থানার ওসি অমিত ভগত অভিযোগ টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। এদিন বলেন সকল জলসাধারণকে একটি বার্তা দেন , ব্যাঙ্ক একাউন্ট সমন্ধে কেউ যদি আপনার কাছে , আধার কার্ড বা এটিএম , ও টি পি ,নং জানতে চাইনি কাওকে নথিভুক্ত নাম্বার দিবেন না । ভুল বসত যদি কাইকে দিয়ে থাকে তো ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও থানায় যোগাযোগ করেন । কি কারনে কেমন করে ব্যাঙ্ক থেকে টাকা উধাও হলো তা বলতে পারছেনা ব্যাঙ্ক কতৃপক্ষ।
অঙ্গনওয়ারী কর্মীর UBI ব্যাঙ্ক Account থেকে উধাও ৪২০০০ টাকা,
Reviewed by Dhuliyan City
on
05:50
Rating:
Reviewed by Dhuliyan City
on
05:50
Rating:
No comments: