বাসুদেবপুর সবজি বাজারের রাস্তা শিল্যানাস

ধুলিয়ান ১৪ আগস্ট : মুর্শিদাবাদের  ,সামশেরগঞ্জের বাসুদেবপুর সবজি বাজারের রাস্তা শিল্যানাস । বিগত কয়েক বছর ধরে বাসুদেবপুর সবজি বাজারে যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল অবস্থায় থাকায় ,ব্যাবসায়ী থেকে শুরু করে জনসাধারণ কে দুর্ভোগে ভুগতে হয় । স্থানীয় ব্যাবসায়ী মো: মাসুদ রানা বলেন এই বেহাল রাস্তার ব্যাপারে আমরা  একাধিকবার ,সামশেরগঞ্জ তথা তৃণমূল যুব সভাপতি ও বিধায়ক আমিরুল ইসলাম কে রাস্তার বেহাল অবস্থার কথা জানায় , তিনি বার বার অাশ্বাস দিয়েছেন। কয়েক মাস কেটে যাওয়ার পর , অবশেষে অাজ সামশেরগঞ্জ বিধায়ক অামিরুল ইসলাম উদ্যেগে বাসুদেবপুর ক্যানাড়া ব্যাঙ্ক থেকে সিনেমা হাউস পর্যন্ত ঢালায় রাস্তার শিলান্যাস করলেন। ও বাজারে একটি শৌচাগার নির্মাণ করার ও প্রতিশ্রুতি দেন। অবশেষে বাসুদেবপুর বাজারের সকল ব্যাবসায়ীদের মুখে খুশির ছোয়া দেখা যায় ।

বাসুদেবপুর সবজি বাজারের রাস্তা শিল্যানাস বাসুদেবপুর সবজি বাজারের রাস্তা শিল্যানাস Reviewed by Dhuliyan City on 08:55 Rating: 5

No comments:

Powered by Blogger.