অরঙ্গাবাদ জি ডি শিক্ষা সচেতনতা স্কুলে বিদ্যুৎ পৃষ্ঠ শিক্ষক ও পড়ুয়া ।

সুতি,- ১৫ আগস্ট- পতাকা উত্তলন করতে গিয়ে চরম বিপত্তি। হাই ভোল্টের বিদ্যূতের তারে লাগলো পতাকার পাইপ। তার জেরে বিদ্যূতের সক ও পালাতে গিয়ে জখম হল ৫ জন ছাত্রছাত্রী।  মুর্শিদাবাদ জেলার সুতি অরঙ্গাবাদ জি ডি শিক্ষা সচেতন কেন্দ্রে স্কুলের ঘটনা। ঘটনার জেরে চরম উত্তজনা হয় স্কুলে। লোহার পাইপ দিয়ে স্বাধিনতার পতাকা উত্তলন করতে গিয়ে এগারো হাজার তারে ঠেকেগিয়ে শট লাগে,৫ জন কে তাদের মধ্যে ২ জন  আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ,তাদের কে জঙ্গিপুর মহুকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।

অরঙ্গাবাদ জি ডি শিক্ষা সচেতনতা স্কুলে বিদ্যুৎ পৃষ্ঠ শিক্ষক ও পড়ুয়া । অরঙ্গাবাদ জি ডি শিক্ষা সচেতনতা স্কুলে বিদ্যুৎ পৃষ্ঠ শিক্ষক ও পড়ুয়া । Reviewed by Dhuliyan City on 03:23 Rating: 5

No comments:

Powered by Blogger.