ধুলিয়ান ১৫ আগস্ট : মুর্শিদাবাদের ,ধুলিয়ান পুরসভায় ৭১ তম স্বাধীনতা দিবস পালিত হল। পতাকা উত্তোলন করেন ধুলিয়ান পৌর প্রধান সুবল সাহা । পতাকা উত্তোলন অংশগ্রহণ করে ছিলেন , উপ-পৌর প্রধান ,কাউন্সিলর ও বিভিন্ন পৌর কর্মীগন । এছাড়া ছিল ধুলিয়ান শহরের বিভিন্ন স্কুল পড়ুযাঁরা । বিভিন্ন স্বাধীনতা সংগামীদের সাথে সাথে ধুলিয়ানের এক মহান স্বাধীনতা সংগামী শহীদ নলীন বাগচী , আজ উনার মহান মূর্তিতে মাল্য প্রদান করেন পৌর প্রধান ,উপ - পৌর প্রধান সহ বিভিন্ন কাউন্সিলর ।
ধুলিয়ান পুরসভায় ৭১ তম স্বাধীনতা দিবস পালিত ।
Reviewed by Dhuliyan City
on
00:30
Rating:
Reviewed by Dhuliyan City
on
00:30
Rating:
No comments: