সুতি ২৫ আগস্ট :- মুর্শিদাবাদের সুতি ১নম্বর ব্লকের আহিরন গ্রাম পঞ্চায়েতের গাঙ্গিন গ্রামে ডেঙ্গিতে ৩ জনের মৃত্যু ঘটায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।একই পরিবারের 2জন ও অপর এক পরিবারের ১জনের মৃত্যু ঘটেছে ।মা কৃষ্ণা দাস (৩৭) ছেলে অনুপম দাস (১১) র মৃত্যুর ঘটনায় দিশেহারা পরিবারের লোকজন ।শুধু তাই নয় এই পরিবারের মৃতার স্বামী প্রশান্ত দাস এবং আরও ৩ জন্য সদস্য জ্বর নিয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি ।এই ঘটনায় গ্রামবাসীরা শুধু শোকগ্রস্ত নয় ,তারা আতঙ্কিত হয়ে পরেছে।এমন অবস্থায় স্বাস্থ্য দপ্তরের কোনও আধিকারিক বা কোনও মেডিক্যাল টিমের দেখা পাওয়া যায়না। বি.এম.ও.এইচ কে ফোন করলে সুইচ অফ মিলেছে ।স্থানীয় তৃণমূল নেতা সুভাষ লালা জানান -“আমি সকালেই বি.এম .ও.এইচ ও স্বাস্থ্যদপ্তরে জানানোর পরেও এখনও পর্যন্ত তাদের দেখা পাইনি ,আসেনি কোনও মেডিকেল টিম”।এতগুলো মৃত্যু তে গ্রামবাসী আতঙ্কিত ।প্রতিটি পরিবারের ১ জন্য কিংবা 2 জন জ্বর নিয়ে হাসপাতালে ভর্ত।এদের এখনই সঠিক চিকিত্সার ব্যবস্থা করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে । আজ স্বাস্থ্যদপ্তরে পক্ষ থেকে একটি টিম আজ গ্রামে আসেন। তাদের পক্ষ থেকে বলা হয়। তারা বিষয়টি নজরে রেখেছেন তবে এটিকে তারা এখন ডেঙ্গু বলতে নারাজ ।
সূত্রঃ ntvwb
Reviewed by Dhuliyan City
on
03:17
Rating:
No comments: