সুতি ২৫ আগস্ট : স্কুলের পঠন পাঠন শিকেয় তুলে দু দিন ধরে টিভি সিরিয়ালের শুটিং চলছে সুতির বাঙাবাড়ি হাইস্কুলে। শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই স্কুল চলাকালীন এই সুটিংয়ের অনুমতি কিভাবে দিলেন স্কুলের প্রধান শিক্ষক সে প্রশ্ন তুলেছেন এলাকার অভিভাবকেরা ।
এমনকি স্কুলে সুটিং করার ঘটনা যাতে পাঁচ কান না হয় তার জন্য সংবাদ মাধ্যমকেও স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এন টিভির সাংবাদিক কমল মজুমদারকে স্কুলের ভেতরে ঢুকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। এবং প্রধান শিক্ষক ভজন সরকার অত্যন্ত দুর্ব্যবহার করেন তার সঙ্গে।শারীরিক ভাবেও হেনস্থা করা হয় তাকে। পরে স্কুলের কয়েকজন পড়ুয়াই সংবাদ মাধ্যমের কাছে শুটিং করার ছবি তুলে পাঠিয়ে দেন। ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়াতেও। এক অভিভাবক বলছেন, স্কুলের কাজকর্ম অচল করে এভাবে সুটিংয়ের অনুমতি দেওয়ার পিছনে কিছু রহস্য রয়েছে । দশম শ্রেণির এক ছাত্রের কথা, শুক্রবার ক্লাসে পড়াশোনা কিছুই হয় নি। সবাই ভিড় করেছে শুটিং দেখতে। শনিবারও এই শুটিং চলার কথা। জেলার মাধ্যমিক স্কুলের এ আই গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “ স্কুলে ক্লাস চলছে । সেখানে শুটিং করার অনুমতি কে দিল। শুটিং হলে পড়শোনা হয় নাকি । ছাত্র ছাত্রীদের দোষ কি ? এ ভাবে ক্লাস চলাকালীন স্কুলে শুটিং কেন , কোনো কিছুর জন্যই অনুমতি দেওয়া যায় না। আমি খোঁজ নিয়ে দেখছি কি ঘটেছে।
এমনকি স্কুলে সুটিং করার ঘটনা যাতে পাঁচ কান না হয় তার জন্য সংবাদ মাধ্যমকেও স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এন টিভির সাংবাদিক কমল মজুমদারকে স্কুলের ভেতরে ঢুকে ছবি তুলতে বাধা দেওয়া হয়। এবং প্রধান শিক্ষক ভজন সরকার অত্যন্ত দুর্ব্যবহার করেন তার সঙ্গে।শারীরিক ভাবেও হেনস্থা করা হয় তাকে। পরে স্কুলের কয়েকজন পড়ুয়াই সংবাদ মাধ্যমের কাছে শুটিং করার ছবি তুলে পাঠিয়ে দেন। ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়াতেও। এক অভিভাবক বলছেন, স্কুলের কাজকর্ম অচল করে এভাবে সুটিংয়ের অনুমতি দেওয়ার পিছনে কিছু রহস্য রয়েছে । দশম শ্রেণির এক ছাত্রের কথা, শুক্রবার ক্লাসে পড়াশোনা কিছুই হয় নি। সবাই ভিড় করেছে শুটিং দেখতে। শনিবারও এই শুটিং চলার কথা। জেলার মাধ্যমিক স্কুলের এ আই গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, “ স্কুলে ক্লাস চলছে । সেখানে শুটিং করার অনুমতি কে দিল। শুটিং হলে পড়শোনা হয় নাকি । ছাত্র ছাত্রীদের দোষ কি ? এ ভাবে ক্লাস চলাকালীন স্কুলে শুটিং কেন , কোনো কিছুর জন্যই অনুমতি দেওয়া যায় না। আমি খোঁজ নিয়ে দেখছি কি ঘটেছে।
সূত্রঃ ntvwb
স্কুল বন্ধ করে চলছে সুটিং, সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রধান শিক্ষকের হাতে আক্রান্ত এন টি ভি
Reviewed by Dhuliyan City
on
08:57
Rating:
Reviewed by Dhuliyan City
on
08:57
Rating: