ধুলিয়ান ২৪ আগস্ট :- এই রাস্তাটি সামসেরগঞ্জ থানার অন্তর্গত NH 34 থেকে নতুন লোহরপুর, নামো চাচন্ড, নামো বাসুদেবপুর, ভবানীবাটী, মহীষাস্থলী, লস্করপুর এবং আরো প্রায় 7-8টি গ্রাম সংযোগকারী প্রায় পাঁচ কিমি বিস্তৃত রাস্তা। দীর্ঘ 14 বছর অবহেলিত থাকার পর প্রশাসনের টনক নড়ে 3 কিমি রাস্তার জন্য 37,00,000/-লক্ষ টাকা রাস্তার খাল ডোবা পূরণের জন্য অনুমোদন হয়েছে।
ইতিমধ্যে নাম ওয়াস্তে কাজও শুরু হয়েছে। রাস্তাটি অত্যন্ত জনাকীর্ণ এলাকায় অবস্থিত এবং প্রস্থে 25-30 ফুট হলেও 12'3'' মেরামতের জন্য অনুমোদন হয়েছে। কিন্তু টেন্ডার গ্রহীতার 10 ফুটের বেশি করার লক্ষন দেখা যাচ্ছে না। আবার রাস্তার বেশীরভাগ অংশই চলে গেছে ব্যক্তিগত দখলে। কেউ রাস্তার উপর বাড়ি করছে, কেউ রাস্তায় বারান্দার ছাউনি নামাচ্ছে, কেউ বাড়ির ছাদ রাস্তায় ঝুলিয়ে দিচ্ছে, কেউ আবার ছাদের জল পাইপ দিয়ে রাস্তার উপর ফেলছে। দিনের পর দিন জনসংখ্যা বাড়ছে। পঞ্চায়েত প্রশাসন সবাই দেখেও না দেখার ভান করে। তাহলে আপনি এই অরাজকতার কথা কাকে বলবেন? দেখুন, একটা মূল্যবান রাস্তার কি অরাজক অবস্থা! উন্নয়ন? কুঠির ভিতরে কাঁদছে!
সূত্রঃ Mozammel Hoque
মূল্যবান রাস্তার কি অরাজক অবস্থা ।
Reviewed by Dhuliyan City
on
09:07
Rating:
Reviewed by Dhuliyan City
on
09:07
Rating:
