কাঁকুড়িয়া মোড়ের পুরোনো ৩৪ নং জাতীয় সড়কের মোড়ে নিত্য যানজটে জেরবার ।

ধুলিয়ান ২৫ আগস্ট : সামশেরগঞ্জ ব্লকের কাঁকুড়িয়া মোড়ের পুরোনো ৩৪ নং জাতীয় সড়কের মোড়ে নিত্য যানজটে জেরবার স্কুল পড়ুয়া সহ সর্বসাধারনের।ধুলিয়ান পুরাতন ডাকবাংলো মোড়ে থেকে শুরু করে  বাসুদেবপুর হয়ে নতুন ৩৪ নং জাতীয় সড়কের যুক্ত রাস্তাটি , বাইপাস রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ - যানবাহন চলাচল করেন । প্রতিদিন কাঁকুড়িয়া মোড়ে হাইস্কুলের ছাত্র ছাত্রীদের জ্যাম্পের সম্মুখীন হতে হয় । স্থানীয় বাসী লিটন শেখজানায় রাস্তাটি জ্যাম হওয়ায় কারন হল টোটো, ট্রাক্টের, লরি বেআইনি ভাবে রাস্তার  যেখানের সেখানে দাঁড় করে রাখে বলে এই যানজটের সৃষ্টি হয় । আবার ওদের কেউ কিছু বললে দলবল নিয়ে আমাদের উপর উপচে পরে । প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে এই  রাস্তাটিকে যানজট থেকে মুক্ত রাখার কোন সমাধান বের করবেন ।

কাঁকুড়িয়া মোড়ের পুরোনো ৩৪ নং জাতীয় সড়কের মোড়ে নিত্য যানজটে জেরবার । কাঁকুড়িয়া মোড়ের পুরোনো ৩৪ নং জাতীয় সড়কের মোড়ে নিত্য যানজটে জেরবার । Reviewed by Dhuliyan City on 01:15 Rating: 5

No comments:

Powered by Blogger.