ধুলিয়ানের এক মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ নলীন বাগচী । যার বীরত্বের কাহিনী শুধু ইতিহাসে নয়, আমাদের ধুলিয়ানের বুকে এক বিরাট অবদান রেখে গেছেন । যিনার শহীদ মূর্তি আমাদের ধুলিয়ান পৌরসভার লজের সামনে বিরাজ মান ছিল ,যা আমাদের চোখের সামনে আসলে উনার মহান কৃতিত্বের কথা মনে পড়ে যায় ।
যা আজ ধুলিয়ানের উন্নয়ন তথা পৌরসভার রাস্তা ভাঙ্গন কার্যের দরুন ভাঙ্গা পরে যায় । রাস্তা ভাঙ্গনের জন্য কি এই মহান শহীদের স্মৃতি আজ বিলুপ্ত হয়ে যাবে - 😢 নাকি নতুন ভাবে শহীদের মূর্তিটি গড়ে আবার সেই পুরনো স্মৃতিকে নতুন করে জাগ্রত করা হবে ❓❓❓
ধুলিয়ান পৌরসভার কর্তৃপক্ষের কতৃক আমাদের সকল ধুলিয়ান বাসীর নিবেদন যে মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ যিনি ধুলিয়ানের বুকে এক বিরাট অবদান রেখে যান , তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এই মূর্তিটি যেন পুনঃনির্মাণ করে সকল ধুলিয়ান বাসীর মনে শহীদের স্মৃতি জাগিয়ে রাখা হয় ।
Reviewed by Dhuliyan City
on
05:01
Rating:
No comments: