ফের মৃত্যু হল ডেঙ্গুতে ,সামশেরগঞ্জ

ধুলিয়ান ৩ আগষ্ট : সামশেরগঞ্জ ,চসকাপুরে  ডেঙ্গুতে গত কাল মৃত্যু হল অসনারা বিবি (৩৮) , বিগত কিছু দিনধরে অজানা  জরে  আক্রান্ত হয়ে ভুগ ছিলেন ।হাতুড়ে ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ার পরেও ,কিছুতে জর ছাড়েনা ,তা দেখে স্বামী সাদাকাশ নিয়ে যান রক্ত পরীক্ষা কেন্দ্রে , রক্ত পরীক্ষায় জানা যায় অসনারা বিবি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে । সেই রিপোর্ট নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অসনারা বিবি কে । যেখানে প্রশাসন ,জেলা স্বাস্থ্য বিভাগ নেতৃত্বে গ্রাম, অঞ্চলে ডেঙ্গু সচেতনতার বার বার করে শিবির করা হচ্ছে । তাঁর সত্তেও ডেঙ্গুর প্রকোপ কে  রুখতে ব্যর্থ হচ্ছে প্রশাসন । সামশেরগঞ্জ সহ ধুলিয়ান এলাকার বাসীরা ডেঙ্গু আতঙ্কে আতঙ্কিত হচ্ছে । প্রশাসনের পক্ষে থেকে ড্রেন,পুকুর,বাড়ির আশে পাশে জমে থাকা জলে ইস্প্রে করা হচ্ছে। সেই সব করার ফলেও ডেঙ্গুর ভাইরাসকে নিষ্ক্রিয়তার করা যাচ্ছেনা । অসনারা বিবি ডেঙ্গুর ভাইরাস থেকে রেহায় পেলোনা । স্বামী সাদাকাশ জানাই প্রশাসন শুধু ঘুমাসছে , সবকিছু  লোক দেখানো হচ্ছে,আমাদের মত শুধু গরীব মানুষ মরছে । স্বাস্থ্য বিভাগের বাবুরা শুধু গাড়ি করে আসে ,গাড়ি করে যাই । ঘটনা টি ঘটে মুর্শিদাবাদ সামশেরগঞ্জ চসকাপুর গ্রামে  ।

তথ্য :- সেনাইল

ফের মৃত্যু হল ডেঙ্গুতে ,সামশেরগঞ্জ ফের মৃত্যু হল ডেঙ্গুতে ,সামশেরগঞ্জ Reviewed by Dhuliyan City on 22:07 Rating: 5

No comments:

Powered by Blogger.